বাবার কথা মনে গাঁথা

12

আব্দুর রাজ্জাক :

বাবা তোমার মনে পড়ে
সকল কাজের ক্ষণে,
তেমার কথা বুকে গাঁথা
সবই আছে মনে।

বলতে তুমি চলো খোকা
আদর্শের ঐ পথে!
চলি বাবা তোমায় ভেবে
সকল কথা মতে।

ইচ্ছে করে মুখটি তোমার
দেখি দুচোখ মেলে,
বুক যে আমার ভরে যাবে
তোমায় কাছে পেলে!

বাবা তুমি কেমন আছো
জানতে ইচ্ছে করে?
তুমি ছড়া একলা ঘরে
শরীর আমার ডরে।

বাবা তুমি ফিরে এসো
মোদের ছোট্ট বাড়ি,
তোমার সাথে হাতটি ধরে
ঘুরবো মটর গাড়ি।