জৈন্তাপুরে ৯ জন উপকারভোগীর মধ্যে মুজিব বর্ষের ঘর হস্তান্তর

7
জৈন্তাপুরে ৯টি গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার উপহার দরিদ্র ভূমিহীনদের মধ্যে ঘর হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে।
১৯ জানুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় জৈন্তাপুর উপজেলার দুর্গম পাহাড়ী এলাকার চারিকাটা ইউনিয়নের ১১ জন উপকারভোগীর মধ্যে ৯জন উপকারভোগীর মধ্যে নির্মাণাধীন ৯টি ঘর পরীক্ষামূলক ভাবে হস্তান্তর করা হয়। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ঘর হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন। উপকারভোগীদের মধ্যে দলিল ও ঘরের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মুজিব বর্ষের ঘর অনানুষ্ঠানিক ভাবে উপকারভোগীদের ঘরে প্রবেশ কার্যক্রম উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভিন, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম.এ, জৈন্তাপুর ইউপি’র চেয়ারম্যান এখলাছুর রহমান, চিকনাগুল ইউপি’র চেয়ারম্যান আমিনুর রশিদ, দরবস্ত ইউপি’র চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ আবুল হোসেন, আব্দুর রহমান, টিকাধারী প্রতিষ্ঠানের পক্ষে আমিন আহমদ, রবেল শরিফ, ইউপি সদস্য জালাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য রাহেল আহমদ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।