পরের জন্য

4

হামীম রায়হান

নিজের স্বার্থ অনেক হলো,
পরের জন্য ভাবো,
পরের জন্য দিয়ে ভেবো না
‘কী পাবো না পাবো!’
পরের জন্য করলে পাবে
মনে যে শান্তি!
মনের তৃপ্তি আসবে তখন,
মানুষের ভালো করবে যখন।
পরের জন্য করলে কভু
আসে না ক্লান্তি।
তাই বলি পরের জন্য,
কিছু করে হও ধন্য।
পরের জন্য করতে পারার
সুখটা যে অনন্য!