ছিনতাইকৃত মোবাইলসহ ছিনতাইকারী গ্রেফতার

2

স্টাফ রিপোর্টার :
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত মোবাইল ফোন ও নগদ টাকাসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত রবিবার রাত সাড়ে ৮ টার দিকে কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ এলাকা হতে মোঃ জাহাঙ্গীর নামক এক ব্যক্তি ট্রাকে বালু লোড করে সুনামগঞ্জ জেলার দিরাই যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে নগরীর চৌকিদেখীস্থ বাঁশবাড়ী গলির মুখে আসা মাত্রই গাড়ি দাঁড় করে এয়ারপোর্ট থানার চৌকিদেখী এলাকার সুন্দর আলীর কলোনীর বাসিন্দা তাহের আলীর পুত্র হাসান আলী (২২), মজুমদারি এলাকার সালমান আহমদ (বুদু)’র পুত্র আদহাম আহমদ (১৮), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার সুবলাগাঁও (গোবিন্দগঞ্জ)এর মৃত আজিজুর রহমানের পুত্র রুবেল উরফে ডেকা রুবেল (২৫), এয়ারপোর্ট থানার চৌকিদেখী আখড়াগলি এলাকার আরমান (২০), একই এলাকার ফোকন মিয়ার পুত্র রিয়াজ (২০), চৌকিদেখী, মানিক মিয়ার কলোনীর বাসিন্দা সাগর (২২) সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন একযোগে ধারালো চাকু দ্বারা ভয় দেখিয়ে জোরপূর্বক তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২ শ’ টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে এয়ারপোর্ট থানা পুলিশ ছিনতাইকৃত মোবাইল ফোন ও টাকাসহ ১ নম্বর আসামী চৌকিদেখী এলাকার সুন্দর আলীর কলোনীর বাসিন্দা তাহের আলীর পুত্র হাসান আলী (২২)কে গ্রেফতার করে। এই বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।