জিন্দাবাজারে ৫টি দোকানে দুর্ধর্ষ চুরি

125

স্টাফ রিপোর্টার :
নগরীর জিন্দাবাজারস্থ পঞ্চখানা সুপার মার্কেটের ৫টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরের দল এসব দোকান থেকে নগদ টাকা হাতিয়ে নিয়েছে।
মার্কেটের যে ৫টি দোকানে চুরি হয়েছে, সেগুলো হলো- শামীম টেইলার্স এন্ড ফেব্রিক্স, রেমন্ড টেইলার্স এন্ড এক্সক্লুসিভ ফেব্রিক্স, মিশি এন্টারপ্রাইজ, ইসলামিয়া লাইব্রেরি এবং বলাকা সাইকেল। এর মধ্যে শামীম টেইলার্স এন্ড ফেব্রিক্স থেকে নগদ এক লাখ ২৫ হাজার টাকা চুরি হয়েছে বলে জানিয়েছেন স্বত্বাধিকারী মো. শামীম হোসেন। এছাড়া বলাকা সাইকেল থেকে চুরি হয়েছে ১৫ হাজার টাকা। শুক্রবার ছুটির দিন হওয়ায় বাকি দোকানগুলো খোলা হয়নি, এগুলোর মালিকপক্ষের লোকজনও আসেননি। ফলে সেগুলো থেকে কী কী চুরি হয়েছে, তা জানা যায়নি।
শামীম টেইলার্স এন্ড ফেব্রিক্সের স্বত্ত্বাধিকারী মো. শামীম হোসেন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আমরা দোকান তালাবদ্ধ করে বাসায় যাই। ভোর রাতে খবর পাই যে, দোকানে চুরি হয়েছে। সকালে এসে দেখি দোকানের ক্যাশ বক্সে থাকা এক লাখ ২৫ হাজার টাকা নাই।
পঞ্চখানা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহমদ বলেন, ভোরে ফোন পাই যে মার্কেটে চুরি হয়েছে। সকালে এসে সব দেখে দোকান মালিকদের বিষয়টি অবহিত করি। শুক্রবার সন্ধ্যায় শামীম টেইলার্স এন্ড ফেব্রিক্সের মালিককে নিয়ে থানায় গিয়ে জিডি করা হয়েছে। তিনি বলেন, ৫টি দোকানে চুরি হয়েছে। এর মধ্যে শামীম টেইলার্সের এক লাখ ২৫ হাজার টাকা এবং বলাকা সাইকেলের ১৫ হাজার টাকা চুরির কথা আমরা জানতে পেরেছি। বাকি দোকানগুলোর লোকজন না আসায় তাদের কী কী চুরি হয়েছে, তা জানতে পারিনি। বেলাল আহমদ জানান, মার্কেটের নিজস্ব চৌকিদার আছে। তবে চোরের দল পার্শ্বস্থ একটি টিনশেডের দোকানের চালা বেয়ে মার্কেটের দ্বিতীয় তলার গ্রিল কেটে উপরে ওঠে।
চুরির ঘটনা প্রসঙ্গে কথা বলতে নগরীর কোতোয়ালী থানার ওসি এস এম আবু ফরহাদকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।