টুকেরবাজারে চোরকে গণধোলাই দিয়ে সিএনজি অটোরিক্সা উদ্ধার

5

স্টাফ রিপোর্টার :
এসএমপি’র জালালাবাদ থানা এলাকায় জনতা সিএনজিসহ এক চোরকে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক চোরের নাম আব্দুল ওয়াহিদ (২১)। সে বিশ্বনাথ উপজেলার মির্জারগাঁও গ্রামের মোঃ মালু মিয়ার পুত্র। এদিকে, উত্তেজিত জনতা ওই চোরকে ব্যাপক গণধোলাই দিয়েছে। এতে সে জখমপ্রাপ্ত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার টুকেরবাজার হাজী নান্নু মিয়া কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণে মাশাল্লাহ ব্যাটারী দোকানের সামনে চোরাই সিএনজি অটোরিক্সাসহ ওই ব্যক্তিকে আটক করে স্থানীয় জনগণ। খবর পেয়ে জালালাবাদ থানার এসআই (নিরস্ত্র) মোঃ আশরাফুল সিদ্দিকের নেতৃত্বে পুলিশ টুকেরবাজার এলাকায় গিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের সিএনজি অটোরিক্সাসহ ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসেন। সিএনজির রেজিঃ নং-সিলেট-থ-১২-২৬৯২, চেসিস নং-MD2AAAFZZSWE ১৩৩৮১ ইঞ্জিন নং- AAMBSE ৩৬ ০৭২।
এ বিষযে সিএনজির মালিক একই থানার পীরপুর (পশ্চিম বাড়ী-এর মোঃ জয়নাল আবেদীন (৪৬) থানায় একটি অভিযোগ দাখিল করলে পুলিশ সেটি রেকর্ড করে। আটক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, বর্ণিত আসামী স্থানীয় জনগণ কর্তৃক ধৃত হওয়ার সময় উত্তেজিত জনতার মারধরে শরীরের বিভিন্ন স্থানে জখম প্রাপ্ত হইলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বিষয়টি জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান নিশ্চিত করেন।