দ্বন্দের মূলে স্বার্থ

12

মোঃ রাজিব হুমায়ুন

মানুষ ঘোরে জগৎ মাঝে
কতো শত দল করে,
দেশ বিদেশে কল করে,
অর্থ-কড়ি নেয় হাতিয়ে
নিত্য নব ছল করে।

হিংসা মনে ময়লা ছড়ায়
মাছির মতো ভন করে,
করবে ক্ষতি পণ্ করে,
অবহেলায় যাচ্ছে বেলা
মিথ্যে নিয়ে রণ করে।

স্বার্থে কভু লাগলে আঘাত
আসল রূপে সব করে,
তোষামোদি জব করে,
বিনাশ করে বলে তবু
সব কিছু তো রব করে।

পরান পাখি উড়াল দেবে
খাঁচা থেকে চট করে,
থাকতে সময় ঝট করে,
মন্দ নামের গজানো ডাল
ভেঙে ফেলো মট করে।