শীত এলো

9

জুনাইদ বিন মুহিব

শীত এলো কাঁথা আর
কম্বল ও চাদরে,
হিম শীতে যেনো আর
আকড়িয়ে না ধরে।

শীত এলো কুয়াশায়
ঘাসভেজা শিশিরে,
হাড়কাঁপা শীতে আর
কাঁপুনির জিকিরে।

শীত এলো সকালের
বিকালের কুয়াশায়,
আমেজের পিঠা আর
গরম ঐ ধোঁয়া চা’য়।

শীত এলো খেজুরের
রস ভরা হাঁড়িতে,
সূর্যি ও উঁকি দেয়
কুয়াশার শাড়িতে।