মাহা-ইমজা মিডিয়াকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ॥ তিন ম্যাচই ড্র, দিব্যর হ্যাট্রিকে বড় জয় একাত্তরের কথার

20
মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ করছেন বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি।

সকল স্তরের সংবাদকর্মীদের অংশগ্রহণে সিলেটে শুরু হয়েছে মাহা-ইমজা মিডিয়াকাপ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, এনডিসি। সিলেটের সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এসময় উপস্থিতছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র।
সিলেটে দায়িত্বরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিসস্ট এসোসিয়েসন (ইমজা) আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম দিনে অনুষ্ঠিত হয় চারটি ম্যাচ। উত্তরপূর্ব কিংস ও ইটিভি রয়্যালসের মধ্যকার উদ্বোধনী ম্যাচ ১-১ গোলের সমতায় শেষ হয়। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় গোলের দেখা পায়নি টিম নিউজ টুয়ন্টিফোর ও জৈন্তা বার্তা ঈগলস। দৈনিক সংবাদ টাইগার্স ও টিম সিলেট মিরর তৃতীয় ম্যাচও শেষ হয় গোলশূন্য ড্রর মধ্য দিয়ে। তবে দিনের শেষ ম্যাচে ডিবিসি নিউজের বিরুদ্ধে ৩-০ গোলের বড় জয় পায় টিম একাত্তরের কথা। প্রথম ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন ইটিভি রয়্যালসের আব্দুল মুকিত অপি, দ্বিতীয় ম্যাচে টিম নিউজ টুয়েন্টিফোরের মাহমুদ হোসেন, তৃতীয় ম্যাচে সংবাদ টাইগার্সের মঈন উদ্দিন মনজু এবং শেষ ম্যাচে হ্যাট্রিক করে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান টিম একাত্তরের কথার দিব্যজ্যোতি শী।
স্বাস্থ্যবিধি মেনে বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন প্রতিটি খেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি বলেন, রোগব্যাধির বিরুদ্ধে নিজেদের শারীরিক প্রতিরোধক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে খেলা একটি বড় অনুষঙ্গ। মাহা-ইমজা মিডিয়াকাপে শুধু শরীর ও মনের চাঙ্গা ভাবই আসবে না একই সাথে করোনার স্থবিরতা কাটাতে সাংবাদিকদের মধ্যে একটি মেলবন্ধনও তৈরি হবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি আয়োজক ও অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান।
ইমজার সাধারণ সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকি, জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর, ইকরামুল কবীর, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলির সদস্য মোকাদ্দেস বাবুল, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এমএ হান্নান, ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, মঈনুল হক বুলবুল, বাপ্পা ঘোষ চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি মঈন উদ্দিন মনজু, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি সুটস সিংহ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল, ইমজার সহ সভাপতি আনিস রহমান, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, ফটোজার্নালিস্ট এসোসিয়েসনের সভাপতি মামুন হোসেন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েসনের সভাপতি দ্বিগেন সিংহ, টিম নিউজ টুয়েনিটফোরের পক্ষে সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা চৌধুরী, সংবাদ টাইগার্সের পক্ষে দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী, ডিবিসি নিউজের পক্ষে প্রত্যুষ তালুকদার, ইটিভি রয়্যালসের পক্ষে বিলকিস আক্তার সুমি প্রমুখ।
ইমজার আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে দুটি গ্রুপে।
শুক্রবার ৮ জানুয়ারি ৫ম ম্যাচে সকাল ১০টায় টিম সিলেট মিরর মুখোমুখি হবে নিউজ টুয়েন্টিফোরের। ৬ষ্ঠ ম্যাচ বেলা সাড়ে ১১টায় উত্তরপূর্ব কিংস বনাম একাত্তরের কথা, ৭ম ম্যাচে দুপুর সোয়া ২টায় ডিবিসি নিউজ বনাম ইটিভি রয়্যালস, ৮ম ম্যাচে বিকাল সাড়ে ৩টায় সংবাদ টাইগার্স ও জৈন্তা বার্তা ঈগলস মুখোমুখি হবে।
৯ জানুয়ারি শনিবারের খেলায় ৯ম ম্যাচে সকাল ১০টায় ইটিভি রয়্যালস বনাম একাত্তরের কথা, ১০ম ম্যাচে দুপুর ১২টায় সংবাদ টাইগার্স বনাম নিউজ টুয়েন্টিফোর, ১১তম ম্যাচে দুপুর সোয়া ২টায় টিম সিলেট মিরর বনাম জৈন্তা বার্তা ঈগলস, ১২তম ম্যাচে বিকাল সাড়ে ৩টায় ডিবিসি নিউজ বনাম উত্তরপূর্ব কিংস পরস্পরের বিরুদ্ধে খেলবে।
১০ জানুয়ারি রবিবার সকালে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ১ম সেফিফাইনাল, বেলা ১১টায় ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি