আ’লীগের ক্ষমতায় এক যুগ

15

বাংলাদেশকে এক যুগের মধ্যেই বদলে দিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা। চলমান শত প্রতিকূলতার মধ্যে ও সারা বিশ্বের কাছে দেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত করতে পেরেছেন। বাঙালি জাতির স্বপ্নদষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার টানা ক্ষমতায় থেকে এক যুগ পূর্ণ করলো।
মহান মুক্তিযুদ্ধের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতায় থাকার টানা এক যুগ পূর্তি ৭ জানুয়ারি পূর্ণ হলো। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট নিরষ্কুশ বিজয়ের পর ২০১৯ সালের ০৭ জানুয়ারি সরকার গঠন করে। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু‘র সুযোগ্য কন্যা শেখ হাসিনা টানা তৃতীয় বার চতুর্থ মেয়াদে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। যুগ পেরোতে বিশ্বব্যাংকের মুখ ফিরিয়ে নেওয়া, সেই সঙ্গে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলা করে নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মাসেতু এখন দৃশ্যমান, মেট্রোরেল‘র কাজসহ হাজারো উন্নয়নের প্রকল্প চলমান। যা দ্রুতগতিতে এগিয়ে চলছে। করোনা নামক মহামারিতে ও বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা থেমে থাকেনি, বরং সর্বক্ষেত্রে রেকর্ড গড়ে তোলা হচ্ছে।
বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে ১৭ বছর দেশ পরিচালনায় সফলতার পরিচয় দেখিয়েছেন। তিনি ১৯৯৬ সালের ২৩ জুন প্রথম বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সে বছরের ১২ জুনের সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।
২০০১ সালের সাধারণ নির্বাচনে আওয়ামীলীগ পরাজিত হয়। শেখ হাসিনা বিরোধী দলের নেতা নির্বাচিত হন। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট নিরষ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যাত্রা শুরু করে আওয়ামীলীগ সরকার।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারন নির্বাচনে আওয়ামীলীগের বিজয়ের পর ১২ জানুয়ারি শেখ হাসিনা তৃতীয় বারের মতো সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁরই নেতৃত্বে সরকারের যাত্রা শুরু হয়। এ ছাড়া ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবার ও নিরষ্কুশ বিজয় অর্জনের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি সরকার গঠন করে। এ যুগের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা অনেক এগিয়েছে, তার সাথে দেশের সার্বিক উন্নয়নের ঘাটতি হয়নি। দেশের সর্বস্তরের মানুষের কল্যাণমুখী একটি অসম্প্রাদায়িক রাষ্ট্রে পরিণত হউক ইহাই কাম্য।