প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৪ অসুস্থ ব্যক্তি পেলেন ৬ লাখ টাকা

3

কাজিরবাজার ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে সিলেটের বিভিন্ন স্থানের ১৪ অসুস্থ ব্যক্তিকে প্রায় ৬ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট জেলা আওয়মী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকায় দেশের গরীব অসহায় রোগাক্রান্ত মানুষ বিভিন্ন সাহায্য- সহযোগিতা ভোগ করার মাধ্যমে উপকৃত হচ্ছেন। প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি গরীব রোগাক্রান্ত ব্যক্তিদেরকে চিকিৎসার জন্য অনুদান দিয়ে সহযোগিতা করছেন তা সারা বিশ্বের কাছে ইতিহাস হয়ে থাকবে।’
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবার প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে গরীব রোগাক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রাপ্ত ৫ লক্ষ ৯০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবাজিত সিংহ’র সভাপতিত্বে ও সদস্য মতিউর রহমান মতি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, সাংবাদিক আব্দুর রসিদ রেনু, জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. শাহনুর, ইমাম উদ্দিন, সাংবাদিক এম আহমদ আলী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মহানগর শাখার সভাপতি মজির উদ্দিন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা বেগম, আওয়ামী লীগ নেত্রী মাধুরী গুণ, মুক্তিযোদ্ধা শিশু কিশোর কমান্ড সিলেট জেলা শাখার আহ্বায়ক আফিকুর রহমান আফিক, জাহানারা খানম মিলন প্রমুখ।
অসুস্থ রোগীদের মধ্যে চেকপ্রাপ্তরা হচ্ছেন- দক্ষিণ সুরমা উপজেলার সিরাজুল ইসলাম, সদর উপজেলার শিপলু মিয়া, রথিন ভৌমিক, এম উত্তম সিংহ রতন, জাহানারা খানম মিলন, জকিগঞ্জ উপজেলার জামাল উদ্দিন, মুনতাহা জান্নাত জুহরা, আব্দুল জলিল তাপাদার, আব্দুল আজিজ, আব্দুল মান্নান, ফয়জুর রহমান, আনাই মিয়া, জয়না বেগম, বিশ্বনাথ উপজেলার জাকিয়া বেগম চৌধুরী।