পিএসজির নতুন কোচ পোচেত্তিনো

4

স্পোর্টস ডেস্ক :
প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাউরিসিও পোচেত্তিনো। বরখাস্ত থমাস টাচেলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
পিএসজি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, টটেনহ্যামের সাবেক কোচ পোচেত্তিনো ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করেছেন। শর্তানুযায়ী তার সাথে আরো এক বছর চুক্তি বাড়ানো যাবে। ৪৮ বছর বয়সী এই আর্জেন্টাইনই ছিলেন পিএসজির নতুন কোচের তালিকায় একমাত্র প্রার্থী। ২০০১-২০০৩ সাল পর্যন্ত এই ক্লাবেই খেলেছেন পোচেত্তিনো। গত ২৪ ডিসেম্বর টাচেলের সাথে সম্পর্ক শেষ করে পিএসজি।
এক বিবৃতিতে পোচেত্তিনো বলেছেন, ‘এই ক্লাবটি সব সময়ই আমার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। এখানে আমার দারুন কিছু স্মৃতি আছে। বিশেষ করে পার্ক ডি প্রিন্সেসের চমৎকার পরিবেশ আমি বেশ পছন্দ করি। বিশাল লক্ষ্য নিয়ে আমি এই ক্লাবে ফিরে এসেছি। বিশ্বের অন্যতম সেরা কিছু খেলোয়াড়ের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি।’
পোচেত্তিনোর মূল লক্ষ্যই হচ্ছে কাতারি মালিকানাধীন ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দেয়া।
গত মৌসুমে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেললেও শেষ পর্যন্ত শিরোপাটি অধরাই থেকে গেছে পিএসজির। এবারও নকআউট পর্বে তাদেরকে অন্যতম ফেভারিট হিসেবে মানা হচ্ছে। যদিও আগামী মাসে বার্সেলোনার বিপক্ষে শেষ ষোলোর লড়াই যে খুব একটা সহজ হবে না তা অনুমেয়। পোচেত্তিনো ওই ম্যাচের মাধ্যমেই প্রথম বড় পরীক্ষার মুখে পড়তে যাচ্ছেন।
আগামী শনিবার সেইন্ট এতিয়েনের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচ দিয়ে পোচেত্তিনো তার পিএসজির দায়িত্ব শুরু করতে যাচ্ছেন। শীতকালীন বিরতি কাটিয়ে শীর্ষে থাকা লিও ও লিলির থেকে এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে থাকা পিএসজি সেইন্ট-এতিয়েনের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুমের দ্বিতীয় ভাগ শুরু করবে।
এরপর আগামী ১৬ ফেব্রুয়ারি লিওনেল মেসির বার্সেলোনার বিপক্ষে ক্যাম্প ন্যুতে প্রথম লেগ ও ৬ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচের মাঠে নামবে প্যারিসের জায়ান্টরা। টাচেলের মতই পোচেত্তিনো ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথমবারের টটেনহ্যামকে পৌঁছে দেবার পর বরখাস্ত হয়েছিলেন। যদিও কোচ হিসেবে এখনো কোন বড় শিরোপা জেতার সৌভাগ্য হয়নি। তারপরেও পিএসজির সাবেক এই ডিফেন্ডারের কোচ হিসেবে অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ।