পাকা ইমারত নির্মাণকে কেন্দ্র করে মাধবপুরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

6

মাধবপুর থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত রেখার কাছাকাছি পাকা ইমারত নির্মাণ কেন্দ্র করে বিএসএফ বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় মোহনপুর সীমান্তে কোম্পানী কমান্ডারের পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারতীয় বিএসএফের পক্ষে বৈঠকে অংশগ্রহণ করেন মোহনপুর বিএসএফ কোম্পানী কমান্ডার শ্রীবাণী কুমার সিংহ এবং বাংলাদেশ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ধর্মঘর কোম্পানী কমান্ডার আবু বক্কর।
এর সত্যতা নিশ্চিত করে কোম্পানী কমান্ডার আবু বক্কর বলেন দুই দিন আগে মোহনপুর সীমান্তে ভারতের অংশে বাংলাদেশ সীমান্ত রেখার পাশে ভারতীয়রা ভারী পাকা ইমারতের নির্মাণের উদ্যোগ নেন।
খবর পেয়ে বিজিবি কাজ বন্ধ রাখার জন্য বাধা দেন। এ বাধার প্রেক্ষিতে রোববার পতাকা ব্ঠৈকে ভারতীয় বিএসএফ বিজিবির বাধায় সীমান্তে পাকা ইমারত বন্ধ রাখতে সম্মত হয়।