ওসমানীনগরে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে অত্যাধুনিক মানসম্মত রিসোর্ট

1

শিপন আহমদ ওসমানীনগর থেকে :
প্রাকৃতিক মনোরম পরিবেশে অত্যাধুনিক সেবার প্রত্যয়ে এই প্রথম বেসরকারি পর্যায়ে ব্যক্তিগত উদ্যোগে ওসমানীনগরে যাত্রা শুরু হতে যাচ্ছে রিসোর্ট এন্ড কমপ্লেক্স হাউজিং প্রকল্প। যাদের একখণ্ড জমি ক্রয় করে ফ্ল্যাট নির্মাণের সামর্থ্য নেই এমন মানুষদের স্থায়ী আবাসনের ব্যবস্থাসহ অত্যাধুনিক মান সম্মত সুযোগ সুবিধাসম্পন্ন তাজপুর রিসোর্ট এন্ড কমপ্লেক্স নামীয় রিসোর্টটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন সাবেক চেয়ারম্যান আতাউর রহমান।
ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ওসমানীনগরে প্রথম বারের মতো যাত্রা করতে যাচ্ছে অত্যাধুনিক রিসোর্ট এন্ড কমপ্লেক্স। রবিবার উপজেলার তাজপুর কদমতলাসহ তাজপুর হাউজিং প্রকল্প এলাকায় রিসোর্টটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন আধুনিক অবকাশ স্থান হিসাবে সাজিয়ে রিসোর্টটি ভরপুর থাকবে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে। শহরের অদূরে গ্রামীণ পরিবেশে আধুনিকতার ছোঁয়ায় পর্যায়ক্রমে অত্যন্ত মান সম্মত সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। প্রকৃতিকে বুকে ধারণ করে রিসোর্ট ক্যাম্পাস আধুনিক অভ্যন্তর নকশা ও স্থাপত্য, শিশুদের খেলার জায়গাসহ কার রেসিংয়ের ব্যবস্থার পাশাপাশি চতুর্দিকে দৃষ্টিনন্দন শৈল্পিক রূপে সাজানো থাকবে সিলেটের ঐতিহ্যগুলো। বিভিন্ন প্রকারের গাছ-গাছালী ফল ও ফুলের বাগানসহ অত্যন্ত সুনিপুণভাবে সজ্জিত থাকবে রিসোর্টটি। থাকবে সুইমিং পোল, কনফারেন্স কক্ষ, অত্যাধুনিক কটেজ, খেলার মাঠ ও পিকনিক স্পট। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে, রিসোর্টে দেশী-বিদেশি পর্যটকসহ খ্যাতিমান প্রতিষ্ঠানগুলো আয়োজন করতে পারবেন বিভিন্ন অনুষ্ঠানের। রয়েছে অল্প খরচে পল্ট ক্রয়ের মাধ্যমে স্থায়ী আবাসনের ব্যবস্থা। সুবিধাজনক জায়গায় অবস্থিত হওয়ায় রাজধানিসহ দেশের সব জেলায় যাতায়াতেরও রয়েছে সুব্যবস্থা।
বক্তব্য রাখেন ওসমানীনগর থানার তাজপুর রিসোর্ট এন্ড কমপ্লেক্সের চেয়ারম্যান আতাউর রহমান, অফিসার ইনচার্জ শ্যামল বনিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, লন্ডন মহানগর যাবলীগের সাধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমন, প্রকল্পের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার কাজী আশরাফ হায়দার, ডাইরেক্ট মো: আফাজুর রহমান, মো: নিজাম আলী, মো: স¦চ্ছল সালিক, সেজুতি আহমেদ, ম্যানেজার মো: রায়হান হোসেন, জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মো: খলিলুর রহমান সহ আরও অনেকে।