তামামি

10

ছাদিকুর রহমান :

বিগত দশক ছিল আমার জীবনের নানা ঘটনা বহুল দশক।
জীবন যৌবনের শ্রেষ্ঠ বসন্ত গুলো কাটিয়েছি।
সুখ দুঃখ হাসি কান্না প্রাপ্তি অপ্রাপ্তির এক বিশাল মোহনায়
নিজেকে হারিয়ে খুঁজেছি বার বার।
কখনও যৌবনের সমস্ত প্রাণ শক্তি দিয়ে স্বপ্ন চূড়ার একে বারে কাছাকাছি গিয়েও পারিনি একটু ছুঁয়ে দেখতে।
জীবনের প্রয়োজনে বরফ গলা হিম শীতল নদীতে বার বার করেছি স্নান,
একটু শুদ্ধ হবার আশায়।
হয়তো বা কখনও হয়েছি কখনও না।
অন্তহীন বেদনার নির্মম আঘাতে ক্ষত বিক্ষত বক্ষে,
দেখেছি দিগন্ত বিজয়ের স্বপ্ন।
বাস্তবে তার কতটুকু প্রতিফলন হয়েছে তা সময় নির্ধারণ করবে।
অভিজ্ঞতার ঝুড়িতে জমা পড়েছে কত শত বাস্তবতা।
পৃথিবী নামক বিরাট পাঠশালায় প্রতি নিয়ত অবির্ভাব হয়েছে কত নৃত্য নতুন জিনিস।
আমি তার বৈধ নগন্য ছাত্র হয়ে তা বুঝার চেষ্টা করেছি মাত্র।
জীবন কখনও কোন বন্দী বৃত্তের মধ্যে আবদ্ধ থাকে না।
জীবন চলে তার নিজস্ব স্বাভাবিক নিয়মে,
যুগ থেকে যুগান্তরের পথে অন্ততকালের পথে।
জীবনের নিজস্ব স্বাভাবিক নিয়মের মধ্যে টিকে থাকাটাই, হচ্ছে সবচেয়ে বড় সফলতা।
কঠিন বাস্তব পরিস্থিতিতে টিকে থাকার চেষ্টা করেছি,
কতটুকু পেরেছি সেটা মূল্যায়ন করবে চারপাশের মানুষজন।
শুরু হয়েছে নতুন আরেকটি দশক।
সবার জীবনে নতুন দশক হয়ে উঠুক আরো আনন্দময়,
সমস্ত শুদ্ধ সুখ, স্বপ্ন গুলো আঁচড়ে পড়ুক হ্নদয়ের সুবিশাল ক্যানভাসে।
নতুন দশকের নতুন সূর্যের কিরণে পুড়ে ছাই হোক সমস্ত অপশক্তি।
জয় হোক ভালবাসার,জয় হোক মানবতার।