সিলেট বিভাগে এক বছরে ৬৪৯ জনের অপমৃত্যু

9

জেড.এম.শামসুল :
সিলেট বিভাগে বিভিন্ন ঘটনায় ৬৪৯ জনের অপমৃত্যু হয়েছে। এদের মধ্যে শিশু-কিশোর, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন।
গত বছরের মে মাসের শেষ দিক থেকে কোভিড-১৯, করোনা মহামারির মুহূর্তে লকডাউনের সময় ব্যতিত বাকি সময়ে এ অঞ্চলে অপমৃত্যুর বৃদ্ধি পাওয়া।
বিভিন্ন সূত্র মতে এসব অপমৃত্যুর শিকার হয়েছেন, সড়ক দুর্ঘটনা, হতা-আত্মহত্যা, প্রতিপক্ষের হাতে আহত হয়ে, জলে ডুবে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, অগ্নিদগ্ধ, বজ্রপাতে, টিলা ধসে ও মাটি চাপায়, নির্যাতন-নিপীড়নের ঘটনায় প্রাণ হারিয়েছেন।
সূত্র মতে গত বছরের জানুয়ারি মাসে ৮৭ জনের অপমৃত্যু ঘটে। ফেব্রুয়ারি মাসে ৩৭ জন, মার্চ মাসের ১-২৩ মার্চ পর্যন্ত ৪৭ জন, ১৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ২২জন, জুন মাসে ৬৯ জন, জুলাই মাসে ৭০ জন, আগষ্ট মাসে ৮২ জন, সেপ্টেম্বর মাসে ৭১ জন, অক্টোবর মাসে ৫৮ জন, নভেম্বর মাসে ৫১ জন, ডিসেম্বর মাসে ১-৩০ পর্যন্ত ৫৫ জনের মৃত্যু ঘটে।
সিলেট অঞ্চলে অপমৃত্যু হ্রাসে সড়ক সমূহে শৃঙ্খলা ফিরিয়ে আনা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির বিকল্প নেই।