মুক্তিযোদ্ধাদের সাথে হৃদ্যতা সমাবেশে মিলিত হলেন সুনামগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক

4
সুনামগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারবর্গের সহিত সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের হৃদ্যতা সমাবেশ।

আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আহবায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদেরকে একই প্লাটফরমের অধীনে থেকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে সরকারকে সহযোগিতা করার উদাত্ত আহবান জানিয়েছেন। তিনি বলেছেন,লাল সবুজের পতাকার চিহ্ন,জাতির জনকের ছবি সহকারে মুজিববর্ষের লগো এবং গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জেলা প্রশাসনের নাম দিয়ে ছাতা বানিয়ে উপহার প্রদানের মাধ্যমে সুনামগঞ্জ জেলা প্রশাসন এটাই বুঝাতে চেয়েছে যে,জাতির জনকের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের সকলকে এগিয়ে চলতে হবে। মাথার উপর ছাতা মানে আপনাদের সকলের পাশে মুক্তিযুদ্ধের সরকার আছে এবং থাকবে। ৩০ ডিসেম্বর বুধবার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর জেইল রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে সুনামগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত এক হৃদ্যতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি এডভোকেট আসাদ উল্লাহ সরকারের পরিচালনায় ও সাবেক জেলা ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: জসীম উদ্দিন,সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (আইসিটি) মোঃ রিফাতুল হক, যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো: আলী আমজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সুনামগঞ্জের প্রথম শহীদ আবুল হোসেনের সহধর্মীনি রহিমা বেগম,বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কাওসার আলম, বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদর উপজেলা কমান্ডার নুরুল ইসলাম, সাবেক কমান্ডার আব্দুল মজিদ,বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি এডভোকেট দেবদাস চৌধুরী রঞ্জন,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-হেলাল ও বীর মুক্তিযোদ্ধার সন্তান জহীর আহমদ সোহেল সহ বীর মুক্তিযোদ্ধাগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারবর্গের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। এর আগে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। পরে তিনি মুজিববর্ষ উপলক্ষে জাতির জনককে নিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনের তালিকাভুক্ত লোকদের লেখা নিয়ে প্রকাশিত “রক্তের ঋণ” ও জেলার ৪ লোককবিদের স্মরণে “চার লোককবি” নামের দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।