সিলেট উইমেন চেম্বারে কর্মশালা শেষে সনদপত্র বিতরণ

4

সিলেট উইমেন চেম্বার প্রথম বাংলাদেশে নতুন এসএমই ডিপি ২ প্রকল্পের আওতায় বাংলাদেশে প্রথম সিলেট উইমেন চেম্বারের সাথে নারী উদ্যোক্তাদের মেন্টোরিং উইমেন এন্টারপ্রেনিয়ার অ্যান্ড এক্সেস টু ফিনান্স নিয়ে দুদিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছে। পরে মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর বারুতখানা এলাকার একটি হোটেলে কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করা হয়।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রকল্প পরিচালক ও ডিজিএম রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্ বাংলা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই আনোয়ার ফারুক তালুকদার, ডাচ বাংলা ব্যাংক জিন্দাবাজার শাখার ম্যানেজার তাহমিদ বখত চৌধুরী, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর মহিলা উন্নয়ন প্রকল্পের পরামর্শক মিসলিলিথ অ্যাসোত্রিয়াম, আহমেদ জুবায়ের ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক বিধান চন্দ্র সাহা।
আরো উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বারের পরিচালক লুবনা ইয়াসমিন, নাসরিন বেগম, বিউটি বর্মন, ওয়াহিদা আখলাক, সালসাবিলা মাহবুব কানতা, শিউলী বেগম, হাসনা হেনা, খালেদা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি