হবিগঞ্জে মালিক-শ্রমিকদের বাধায় সিলেট থেকে ছেড়ে যায়নি বিআরটিসি বাস

14

কাজিরবাজার ডেস্ক :
হবিগঞ্জ বাস মালিক সংগঠনের শ্রমিকদের আপত্তির কারণে সোমবারও সিলেট-হবিগঞ্জ ও সিলেট-শ্রীমঙ্গল রুটে চলেনি বিআরটিসি বাস। পরিস্থিতি স্বাভাবিক থাকলে সিলেট থেকে শ্রীমঙ্গলের উদ্দেশে সকাল ৯টায় এবং হবিগঞ্জের উদ্দেশ্যে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে যেতো বিআরটিসির দুটি বাস।
গত রবিবার (২৭ ডিসেম্বর) দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় বিআরটিসি বাসের কাউন্টার ভাংচুর করে ও বাস চলাচলে বাধা দেয় হবিগঞ্জ বাস মালিক সংগঠনের শ্রমিকরা।
অভিযোগ উঠে- আরটিসি কাউন্টারের ম্যানেজার জুলফিকার আলীকে মারধর করে কাউন্টার থেকে ল্যাপটপ ও সাড়ে ১২হাজার, ১টি আইফোন মোবাইল নিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় রবিবার বিকেলে প্রশাসনের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হলেও সমাধান হয়নি।
জানা গেছে, দীর্ঘদিন থেকে হবিগঞ্জ বাস মালিক সমিতিসহ অন্যরা হবিগঞ্জ, মৌলভীবাজার ও শ্রীমঙ্গল রুটে বিআরটিসি বাস যাতে করে চলাচল না করে সেজন্য তারা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।