দেশবাসী আদর্শবান, শক্তিমান, ক্ষণজন্মা এক অভিনেতাকে হারালো ——- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

7

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাছির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে দেশের অন্যতম গণমাধ্যম ব্যক্তিত্ব, জনপ্রিয় অভিনেতা, বিশিষ্ট নাট্যকার আব্দুল কাদের এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, কোথাও কেউ নেই নাটকে তিনি আলোডন সৃষ্টি করেছিলেন। শিক্ষকতা দিয়ে যার জীবনের যাত্রা শুরু, তৎপর সংস্কৃতিক অঙ্গনে অভিনয় করে জায়গা করে নিয়েছিলেন তিনি বাংলার কোটি কোটি দর্শকের হৃদয়ে। অন্যদিকে বহুজাতিক কোম্পানীতে উচ্চ পদস্থ কর্মকর্তা পদে চাকুরী সততা ও দক্ষতার সাথে করে গেছেন। তার অভিনীত মাটির কোলে, সবুজ সাথী, আমাদের ছোট নদী, শীর্ষ বিন্দু, বহুরূপী সহ প্রায় দু’হাজারের বেশি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-তে মামা-ভাগ্নের অভিনয়ে দুর্নীতি, প্রত্যারনা ও অনিয়মের বিরুদ্ধে অভিনয়ের মাধ্যমে জনগণকে সচেতন করা হয়েছে।
আব্দুল কাদের ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি রয়েছে এক উজ্জ্বল ভূমিকা। মোটকথা দেশবাসী আদর্শবান, শক্তিমান, ক্ষণজন্মা এক অভিনেতাকে হারালো।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি