বিশ্ব দেখছি ছুঁয়ে

10

রায়হান কিবরিয়া রাজু

আকাশ জুড়ে স্বপ্ন আমার
সাগর জুড়ে ভাসি
বঙ্গ জুড়ে বসত আমার
বিশ্ব জুড়ে হাসি।

পাখির মতো উড়ছি আমি
হাটছি বাঘের মতো
রোদ কুড়িয়ে হচ্ছি গামী
শুকিয়ে নিচ্ছি ক্ষত।

করাল গ্রাসে গিলছি আমি
খাচ্ছি যেন সব
বৃষ্টি নিয়ে খেলছি আমি
করছি কলরব

তুফান হয়ে ছুটছি আমি
বাঁচছি আলো হয়ে
রাতের তারা গুণছি আমি
বিশ্ব দেখছি ছুঁয়ে!