মোল্লারগাঁও ইউনিয়নে সূচনার অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী

10
মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের (এফআইবিডিভি) আওতায় সূচনা কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো: মকন মিয়া।

দক্ষিণ সুরমা উপজেলার ১ নম্বর মোল্লারগাঁও ইউনিয়নে ফ্রেন্ডন্স ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইবিডিভি)-এর আওতায় ৩ বছর যাবত চলা সূচনা কর্মসূচির অভিজ্ঞতা বিনিময়, সমাপনী, উপকারভোগীর তালিকা ও বিভিন্ন তথ্য প্রেরণের লক্ষ্যে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা সূচনা প্রকল্পের জিসিডিও শাহিদা আক্তারের পরিচালনায় মতবিনিময়সভায় সভাপতির বক্তব্য রাখেন ১ নম্বর মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মকন মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সূচনা প্রকল্প দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয়ক গোলাম মোস্তাফা, ওয়ার্ল্ড ফিস সূচনা প্রকল্পের মো. আব্দুল হামিদ শেখ, সূচনা প্রকল্পের মোল্লারগাঁও ইউনিয়ন সমন্বয়ক মো. আবুল কাশেম।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব সজল কুমার দে, সাবেক সচিব আব্দুল করিম, যুক্তরাজ্য বাঙালি কমিউনিটি নেতা ডা. মনসুর রহমান, সিলেট সামাজিক ছাত্র আন্দোলনের সভাপতি নিজাম উদ্দিন টিপু, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জবরুল ইসলাম জগলু, মো. মকব্বির আলী, হোজায়ফা চৌধুরী সুজা, সংরক্ষিত মহিলা সদস্য মালেকা বেগম, গীতা রাণী দে, উদ্যোক্তা ইউজিসি মতিউর রহমান খান, অফিস সহকরী লিমন পুরসকায়স্থ, ছালেখ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি