শীত সকাল

8

ছাদির হুসাইন ছাদি

শীত সকালে গাছের ডালে
নিরব পাখির বাস,
সবুজ পাতায় হচ্ছে দারুণ
শিশির কণা চাষ।

শীতের জামা গায়ে পড়ে
ফুল কুড়াতে যাই,
নানান রঙের ফুল পাখিরা
শীত সকালে পাই।

শিশির হাসে মায়ার ঘাসে
দেখতে লাগে বেশ,
শীতের ছোঁয়ায় রূপনগরে
রূপের নাই যে শেষ।

সূর্য মামার আলোর মাঠে
শীত সকালের সাজ,
শিশুকিশোর জমায় মেলা
মাথায় নিয়ে তাজ।