ঘুম লড়াই

10

আনোয়ার আল ফারুক

পড়ার টেবিল বসলে পরে
আসে চোখে ঘুম,
ঘুমগুলো সব এসে আমায়
দেয় কপালে চুম।

ঘুমের ঘোরে পড়া লিখায়
করি শুধু ভুল,
অসময়ের ঘুমের জ্বালায়
পাই না খুঁজে কূল।

আম্মু আমায় দেয় বকা দেয়
দেয়’যে বেতের ভয়,
ভাবনা আমার কেমনে করব
এমন ঘুমকে জয়?

ঘুমের সময় নেই’যে চোখে
ছিটেফোঁটা ঘুম,
পড়ার সময় দু চোখ ভরে
নামে ঘুমের ধুম।

ঘুমো চোখে ঢালছি কত
চাপাকলের জল,
ঘুম লড়াইয়ে জিততে তবে
বাড়াই মনোবল।