জীবন হলো ধন্য

10

সাগর আহমেদ

রক্তস্রোতে বিজয় এলো
নয়টি মাসের পরে
লক্ষ প্রাণের বিনিময়ে
ষোলোই ডিসেম্বরে।

মায়ের ভাষা শুনি আমি
মুক্ত পাখির গানে
পথ ঘাট মাঠ সবুজ ফসল
আমায় বুকে টানে

মাঠে ঘাটে লাশের বহর
ভাসছে একাত্তরে
ছেলে হারা মা কেঁদেছিল
প্রতি ঘরে ঘরে।

বীর বাঙালি যুদ্ধ করে
মাতৃভূমির জন্য
জন্ম নিলো লাল সবুজের
জীবন তাদের ধন্য।