বঙ্গবন্ধুর চার খুনির খেতাব স্থগিত করেছে হাইকোর্ট

22

কাজিরবাজার ডেস্ক :
বঙ্গবন্ধুর চার খুনির মুক্তিযোদ্ধা খেতাব স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই চার খুনির খেতাব বাতিলে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
বঙ্গবন্ধুর এই চার খুনি হলেন শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নুর চৌধুরী, এ এম রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দীন।
জাতির পিতার এ চার খুনির খেতাব বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন সুবীর নন্দী দাস। রিটে মুক্তিযুদ্ধবিষয়ক সচিব, মন্ত্রী পরিষদ সচিব ও এ চারজনকে বিবাদী করা হয়।
এতে বলা হয়, ১৯৭৩ সালে ৭ জনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীর বিক্রম ও ৪২৬ জনকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়। ওই বছর ১৫ ডিসেম্বর এ বিষয়ে গেজেট জারি করা হয়। এর মধ্যে নুর চৌধুরী বীর বিক্রম, শরিফুল হক ডালিম বীর উত্তম এবং রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিনকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়।