সিলেট চেম্বারে উৎপাদনশীলতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় পুলিশ কমিশনার ॥ পণ্যের গুণগত মান বৃদ্ধিতে উদ্যোক্তাদের সঠিক প্রশিক্ষণ প্রদান অপরিহার্য

17
সিলেট চেম্বার ও নাসিব সিলেটের যৌথ উদ্যোগে উৎপাদনশীলতা ও পণ্যের গুণগত মান বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ।

১৩ ডিসেম্বর রবিবার চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বার ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব), সিলেট জেলা শাখার যৌথ উদ্যোগে সম্পদের দক্ষ ও কার্যকরী ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদনশীলতা ও পণ্যের গুণগত মান বৃদ্ধি বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, উৎপাদনশীলতা ও পণ্যের গুণগত মান বৃদ্ধিতে উদ্যোক্তাদের সঠিক প্রশিক্ষণ প্রদান অপরিহার্য। পণ্যের মান বৃদ্ধির মাধ্যমে আমাদেরকে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হবে। এক্ষেত্রে ভোক্তাসাধারণকে স্বদেশী পণ্য ক্রয়ের প্রবণতা বাড়াতে হবে। তিনি বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, ব্রিটিশ পণ্য বর্জন করে স্বদেশী পণ্য ক্রয়ের মাধ্যমে তৎকালীন জনগণ উপনিবেশিক শাসকদের প্রতি অসহযোগীতা প্রকাশ করেছিলেন। বর্তমানেও দেশীয় পণ্যের বিকাশে এবং দেশীয় পণ্যকে বিশ্বব্যাপী পরিচিত করতে আমাদেরকে দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে হবে এবং একই সাথে উৎপাদনশীলতা ও পণ্যের গুণগত মান বৃদ্ধির মাধ্যমে বর্তমান বিশ্বে নিজেদের স্বকীয়তা ধরে রাখতে হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব), সিলেট জেলা শাখার সভাপতি ও সিলেট চেম্বারের পরিচালক আলীমুল এহছান চৌধুরী, সেমিনার ওয়ার্কশপ সাব কমিটির আহবায়ক ও সিলেট চেম্বারের পরিচালক মাসুদ আহমদ চৌধুরী এবং ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের সিনিয়র রিসার্চ অফিসার মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মোঃ মামুন কিবরিয়া সুমন, খন্দকার ইসরার আহমদ রকী, নাসিব সিলেট এর সহ সভাপতি জুবায়ের রকিব চৌধুরী, এনপিও’র গবেষণা কর্মকর্তা নাহিদা সুলতানা রত্না, মোঃ আকিবুল হক, ফুলকলি ফুড প্রোডাক্ট্স এর ডিজিএম মোঃ জসিম উদ্দিন খন্দকার এবং প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী। বিজ্ঞপ্তি