অনিয়মের দায়ে মা ও শিশু হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা

11

স্টাফ রিপোর্টার :
নগরীর সোবহানীঘাটে মা ও শিশু হাসপাতালকে ৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে এ হাসপাতালটিতে অভিযান চালায় র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৯ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।
এ সময় অপরিচ্ছন্ন অপারেশন থিয়েটারে, রোগীদের কাছ হতে অতিরিক্ত বিল আদায় ও ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পরিচালনায় নানা অনিয়মসহ বিভিন্ন অপরাধের দায়ে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান জানান, অভিযানের সময় হাসপাতালটির অপারেশন থিয়েটারে নোংরা কাপড়-চোপড় ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। যেগুলো থেকে রোগজীবাণু ছড়াচ্ছে বলে জানান তিনি। এছাড়া রোগীদের কাছ হতে অতিরিক্ত বিল আদায় ও ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পরিচালনায় নানা অনিয়ম ধরা পড়ে তার চোখে। এদিকে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সঠিক সেবা নিশ্চিত করতে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।