শিশুদের বেড়ে ওঠার জন্য খেলাধূলার প্রয়োজন – শফিউল আলম নাদেল

11
মরহুম শহীদ উদ্দিন আহমদ স্মৃতি বিজয় দিবস ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুরমা দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আমাদের শিশুদের বেড়ে ওঠা জন্য খেলাধূলার প্রয়োজন। শিশুদের সাথে মা বাবার বন্ধুত্বের সম্পর্ক থাকা প্রয়োজন। প্রতিটি শিশু যেন খেলাধূলায় অংশগ্রহণ করে সেদিকে মা বাবার খেয়াল রাখতে হবে। খেলাধূলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া এবং সংস্কৃতি চর্চা অপরিহার্য।
ক্রীড়া সংগঠক ও সমাজসেবী মরহুম শহীদ উদ্দিন আহমদ স্মরণে শহীদ স্মৃতি বিজয় দিবস ফুটসাল টুর্নামেন্ট ২০২০-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শফিউল আলম চৌধুরী নাদেল আরো বলেন, হাউজিং এস্টেট এলাকায় ফুঠবল ক্রিকেটসহ ক্রীড়াঙ্গনের উন্নয়নে মরহুম শহীদ উদ্দিন আহমদ যে অবদান রেখেছেন তা স্মরণীয় তারা এই এলাকায় ক্রীড়ার ভীত সৃষ্টি করেছেন এই টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে তার কর্মের মূল্যায়ন হচ্ছে তেমনি নতুন প্রজন্ম উদ্ধুদ্ধ হচ্ছে।
হাউজিং এস্টেট এসোসিয়েশন ইউকের উদ্যোগে ও হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশন এর পরিচালনায় মরহুম শহীদ উদ্দিন আহমদ স্মরণে শহীদ স্মৃতি বিজয় দিবস ফুটসাল টুর্নামেন্ট ২০২০-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম। হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মুর্শেদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাজী শফিক উদ্দিন আহমদ, মাসুদ আহমদ চৌধুরী, হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েনের সভাপতি ওমর মাহবুব এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাক আহমদ চৌধুরী শিপু, আব্দুস সামাদ চৌধুরী আবু, আফসার উদ্দিন ওয়েছ, আব্দুল আওয়াল, ওলায়েত হোসেন লিটন, সৈয়দ ফজলুল করিম মারজান, সাম্মাক রেজা চৌধুরী তাকিম, এনামুল কুদ্দুস চৌধুরী, রাহাত তরফদার, আলহাজ¦ বিপ্লবী মো. মুজিবুর রহমান, রুহুল কুদ্দুছ মাসুম, আলিম উদ্দিন, আবু ইমতিয়াজ খান, জিলুর রহমান জুয়েল, এহসানুল মজিদ সানি, রিমু খান, সাইদ চৌধুরী, সুয়েব আহমদ, এজাজ আহমদ সাকি, নূরে আলম নওশাদ, আরিফ মাহমুদ, আবিদ আহমদ রফি, ইয়ুথ এসোসিয়েশনের সালাউদ্দিন সাকের, মাহফুজুল কিবরিয়া, জাহিদ হাসান পাবেল, মো: নওফেল চৌধুরী, আলভী আহমদ চৌধুরী, সাকিব আহমদ, নাজমুল হাসান তৌহিদ, মাহফুজ, ইফতি, জাকের, জাওয়াদ, রুহিত প্রমুখ। বিজ্ঞপ্তি