সুস্থতা ও শরীর গঠনে খেলাধূলার বিকল্প নেই – পুলিশ কমিশনার

9
উপশহর ১ম কাউন্সিল সিক্স এ সাইড ক্রিকেট ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ।

১ম কাউন্সিলর কাপ সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট স্মাইল চ্যারিটি গ্র“প সিলেট -২০২০ এর ফাইনাল অনুষ্ঠান শুক্রবার বিকেলে উপশহরস্থ আই ব্লক মাঠে অনুষ্ঠিত হয়।
স্মাইল চ্যারিটি গ্র“প সিলেট এর সভাপতি আলমীর হোসেন আশরাফ এর সভাপতিত্বে ও স্মাইল চ্যারিটি গ্র“প সিলেট এর উপদেষ্টা সৌওরাব আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেন, খেলাধূলা মানুষের বিষন্নতা, অবসাদ কাটিয়ে মনকে চনমনে করতে সাহায্য করে। তাই খেলাধূলা শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক, প্রশান্তি ও সুস্থতাও নিশ্চিত করে। শরীর গঠনে তাই খেলাধূলার কোন বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম, উপশহর কল্যাণ পরিষদের সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির পরিচালক ইহতেশামুল হক চৌধুরী, উপশহর প্রাতঃ ভ্রমণ ক্লাবের সভাপতি প্রফেসর ডা. আব্দুল ওয়াহিদ, স্মাইল চ্যারিটি গ্র“পের উপদেষ্টা হাজী মো. কাউসার প্রমুখ। এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আবদুল বাছির, মহানগর যুবলীগ নেতা এইচ আর সুমন, জাহির উদ্দিন, মাসুদুর রহমান, মিসবাহ উদ্দিন, রেজওয়ান আহমদ, নিয়াজ আহমদ, এনামুল হক, সুলতান আহমদ মিছবাহ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি