একাত্তরে ছিলাম না

79

জোবায়ের জুবেল

ছোট্ট আমি ছোট্ট আছি
একাত্তরে ছিলাম না,
থাকলে ওদের বদলা নিতাম
একটুও ছাড় দিতাম না।

আমার দেশে বইয়ে গেল
রক্ত নদীর ধারা,
স্বজন হারা আর্তনাদে
সবাই পাগলপারা।

ঘরে ঘরে লুটে গেছে
দেয়নি কাউকে বাদ,
থাকলে আমি মিটিয়ে দিতাম
যুদ্ধ করার স্বাদ।