দিরাই থানার মধুরাপুর গ্রামে আইনের শাসন প্রতিষ্ঠার ঘোষণা সুনামগঞ্জ পুলিশ সুপারের

12

আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম দিরাই থানার মধুরাপুর গ্রামবাসীকে আইনের শাসন প্রতিষ্ঠায় এগিয়ে আসার উদাত্ত আহবান জানিয়েছেন। তিনি বলেছেন মামলা মোকদ্দমা কখনও কোনো মানুষকে শান্তি দিতে পারে না। হুট করে থানায় না গিয়ে আগে চেষ্টা করুন নিজেদের বিরোধ নিজেরা নিষ্পত্তি করে নিতে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যারা বিরোধ সৃষ্টি করে তারা আসলে ভালো মানুষ হতে পারে না। তিনি বলেন আপনাদের জান মালের নিরাপত্তার কাজই পুলিশের। আপনারা জনগণ যদি অপরাধ দমনে পুলিশকে সহযোগিতার হাত বাড়ান তাহলে অবশ্যই সফলতা আসবে। বুধবার দুপুর ১২ টায় সুনামগঞ্জের দিরাই থানার উদ্যোগে ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের খেলার মাঠে সম্প্রসারিত বিট পুলিশিং ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিরাই থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন। ওসি তদন্ত একরাম আলী, ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী ও এস আই আজিজুর রহমান।
উল্লেখ্য মুক্তিযুদ্ধের পর থেকেই গত ৫০ বছর যাবৎ চৌধুরী বনাম খান গোত্রে বিভক্ত হয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের দিরাই থানার ভাটিপাড়া ইউনিয়নের মধূরাপুর গ্রামের মানুষ দ্বিধাবিভক্ত। দাঙ্গাহাঙ্গামায় লিপ্ত দুই গোত্রের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা লেগেই আছে। গ্রামের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল হক চৌধুরী লিটন জীবদ্দশায় গ্রামের স্বাভাবিক পরিস্থিতি অক্ষুন্ন রাখতে শক্ত হাতে হাল ধরলেও বর্তমানে অভিভাবকহীন অবস্থায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ গ্রাম হিসেবে চিহ্নিত হয়েছে এটি। পুলিশ সুপারের এই উদ্যোগ হয়তো ভবিষ্যতে দুই গোত্রের দ্বন্দ্ব অনেকটাই কমিয়ে আনতে পারে বলে সচেতন মহল ধারণা করছেন।