তাড়াহুড়ো মুমিনের কাজ নয়

16

জেড.এম.শামসুল :
আমাদের চলমান জীবনে যতসব তাড়াহুড়ো তার শেষ নেই, যে কোনো কাজে গেলে তাড়াহুড়ো করে শেষ করতে চাই। তাড়াহুড়ো করা প্রকৃত পক্ষে মুমিনের কাজ নয়, কোনো কাজ তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার আশংকা উড়িয়ে দেয়া যায় না। তাই যেকোনো কাজ করতে তাড়াহুড়ো না করে ধীরস্থির ভাবে সম্পন্ন করার চেষ্টা করা উচিত। আমাদের ধর্মীয় এবাদত-বন্দেগী করতে অনেকে তাড়াহুড়ো করতে দেখা যায়, এ স্বভাব মোটেই ভাল নয়। এ সম্পর্কে পবিত্র আল-কোরআনে বলা হয়েছে, ‘‘মানুষ সৃষ্টিগতভাবে তাড়াহুড়ো প্রবণ, অচিরেই আমি তোমাদের আমার নিদর্শনাবলী দেখাব, কাজেই তোমরা তাড়াহুড়া কর না’’। (সূরা-আম্বিয়া : ৩৭)
আমাদের প্রিয় নবীয়ে করীম (সা.) সব কাজে ধীরস্থির ও গম্ভীরতাকে পছন্দ করতেন এবং সকলকে ধীরস্থির ও গম্ভীর ধৈয সহকারে কাজকর্ম করার শিক্ষা দিতেন। হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত-তিনি বলেন, আমি আল্লাহ্র রাসূল (সা.) বলতে শুনেছি, যখন নামাজের জন্য ইকামত দেওয়া হয় তখন তোমারা দৌড়ে আসবে না, বরং তোমরা গাম্ভীর্য সহকারে স্বাভাবিক ভাবে হেঁটে আসবে। তারপর যতটুকু নামাজ (ইমামের সঙ্গে) পাবে পড়ে নেবে। আর যতটুকু ছুটে যাবে, (সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে) নিজে পূর্ণ করে নেবে। (বুখারী-৬৩৮, মুসলিম-৬০২),। আসুন আমরা আমাদের প্রত্যাহিক কাজ-কর্ম ধীরস্থির ভাবে সম্পন্ন করতে পারি।