৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কানাইঘাটে অটোরিক্সা শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ

17

কানাইঘাট থেকে সংবাদদাতা :
৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন-৭০৭ এর সকল উপ-পরিষদের উদ্যোগে বুধবার বিকেল ৩টায় কানাইঘাট পূর্ব বাজারে বিরাট শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে বিভিন্ন এলাকা থেকে শত শত সিএনজি অটোরিক্সা চালিত গাড়ীর মালিক ও চালক সহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের ৫ দফা যৌক্তিক দাবি সরকার কর্তৃক মেনে নেওয়ার দাবি জানান। প্রতিবাদ সভায় অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ শাখার কেন্দ্রীয় শ্রমিক নেতৃবৃন্দ অবিলম্বে সিএনজি চালিত অটোরিক্সায় নিরাপত্তা গ্রীল সংযোজনের সিদ্ধান্ত স্থায়ীভাবে স্থগিত, সিলেট মেট্রোপলিটন এলাকাসহ সিলেটের সকল উপজেলায় চলাচলকৃত ব্যাটারি চালিত রিক্সা, মোটরবাইক, অটোবাইক, টমটম, মিশুক, প্রাইভেট গাড়ী দ্বারা যাত্রী পরিবহন বন্ধ, সিলেট ঢাকা মহাসড়কে মেট্রোপলিটন এলাকা পর্যন্ত সিএনজি চালিত অটোরিক্সা চলাচলের সুযোগ, সিলেট জেলা ও মেট্রো আর.টি.সি.তে সিএনজি চালিত অটোরিক্সার শ্রমিক প্রতিনিধি নিয়োগ, ঢালাওভাবে সিএনজি চালিত অটোরিক্সা বেআইনি বিক্রি ও শোরুম বন্ধ এবং বিক্রিত চালিত অটোরিক্সা সিএনজি চালিত অটোরিক্সনা রেজিট্রেশন ফি প্রদানকারীদের রেজিট্রেশন অবিলম্বে দেওয়া সহ ড্রাইভিং লাইন্সেস, ট্যাক্স, ফিটনেস, রোড পারমিট ইস্যু ও নবায়নে সকল প্রকার হয়রানী বন্ধ সহ, সিলেট মহানগর ও বিভিন্ন উপজেলায় অটোরিক্সা পার্কিং স্থানের ব্যবস্থা, অটোরিক্সা দ্বারা সরকারি ডিউটি পালনকালে শ্রমিকদের খোরাগী দেওয়ার দাবি জানানো হয় সরকারের কাছে। দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য শ্রমিক নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশ থেকে সিলেটের প্রশাসন সহ, বিআরটিসি কর্তৃপক্ষের জোর দাবি জানান। সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকদের এসব দাবি-দাওয়া বাস্তবায়নে ঢালবাহানা সহ হাজার হাজার অটোরিক্সা চালক ও মালিকদের কর্মহীন করার চক্রান্ত করা হলে আগামী ২১ ও ২২ ডিসেম্বর শ্রমিক ধর্মঘটের ডাক দেওয়া হয় প্রতিবাদ সভা থেকে প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। কানাইঘাট উত্তর বাজার-৭০৭ উপ পরিষদের সভাপতি জাকারিয়ার সভাপতিত্বে ও কানাইঘাট দক্ষিণ বাজার উপ পরিষদের অডিট কমিটির সভাপতি শ্রমিক নেতা জুনেদ হাসান জিবানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন-৭০৭ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা জাকারিয়া আহমদ, প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আজাদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক শ্রমিক নেতা কানাইঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ চৌধুরী, এম বরকত আলী, সুজন মিয়া, মুহিবুর রহমান এপন, রাজা সামাদ রাজা, আতাউর রহমান, শরীফ উদ্দিন। ৭০৭-এর কানাইঘাট বিভিন্ন উপ পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মামুন আহমদ, বুরহান উদ্দিন, শামীম আহমদ, তাজুল ইসলাম, শরীফ উদ্দিন, লোকমান হুসেন, আশিক উদ্দিন, সালেহ আহমদ, আলমঙ্গীর, আব্দুল হামিদ, বদরুল ইসলাম, আব্দুল খালিক খালাই, এখলাছুর রহমান প্রমুখ।