এমপি মানিক’র মাতার দাফন সম্পন্ন

10
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক'র মাতা জাহানারা বেগম চৌধুরীর জানাযার নামাজের একাংশ। (ইনসেটে) মরহুমার ফাইল ছবি

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক’র মাতা জাহানারা বেগম চৌধুরী (৮৪)’র জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় ছাতক শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে (মন্টুবাবুর মাঠ) প্রথম জানাযা এবং উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মরহুমার নিজ গ্রাম আমেরতল বাজার সংলগ্ন মাঠে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজের পূর্বে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বক্তব্য রাখেন, মরহুমার পুত্র সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ সামছুদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ আব্দুর রহিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুস সহিদ মুহিত, সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ, প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, প্রাক্তন অধ্যক্ষ সুজাত আলী রফিক, অধ্যক্ষ আব্দুস ছালাম আল মাদানী, অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, অধ্যক্ষ আব্দুল আহাদ, জাপা’র সুনামগঞ্জ জেলা সেক্রেটারী আ.ন.ম ওহিদ কনা মিয়া, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আব্দুল অদুদ, এড. রাজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, নিজাম উদ্দিন বুলি, ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, চেয়ারম্যান গয়াছ আহমদ, অদুদ আলম, মুরাদ হোসেন, আমিরুল ইসলাম, জসিম উদ্দিন মাষ্টার, মুজাহিদ আলী, সাবেক চেয়ারম্যান হাজী সুন্দর আলী, আব্দুল খালিক, আলহাজ্ব নুরুল ইসলাম, আখলুছ মিয়া, আফজাল আবেদীন আবুল, ছাতক থানার ওসি মো নাজিম উদ্দিন, সাবেক ওসি মোস্তফা কামাল, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদসহ আলেম-উলামা, ছাতক-দোয়ারাবাজারের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।
জানাযার নামাজে ইমামতি করেন, হযরত মাওলানা হুছামুদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী। সোমবার বেলা ২টায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মাতা জাহানারা বেগম চৌধুরী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।