জৈন্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেস্টুরেন্ট শ্রমিকের মৃত্যু

5

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুর উপজেলা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান আহমদ (২৮) নামে এক রেস্টুরেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় দিকে উপজেলা সদরের বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাসান আহমদ (২৮) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার রাজনপুর গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত হাসান আহমদ বাসস্টেশন সংলগ্ন আতিক ডাক্তারের বিল্ডিংয়ে রুম ভাড়া করে থাকে। সকাল ১১টায় গোসল করে কাপড় রোদে শুকানোর জন্য বিল্ডিংয়ের ৩ তলার ছাদে উপরে যায়। সেখানে বিদ্যুতের ৩৩ হাজার কেভির একটি মেইন লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কিছুক্ষণের মধ্যে সেখান থেকে সিলেট তামাবিল মহাসড়কে ছিটকে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাসান আহমদ ও তার বড় ভাই জাবেদ আহমদ জৈন্তা রেস্টোরেন্টে কাজ করতেন বলে জানা যায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।