করোনার ২য় পর্যায়ে সংক্রমণ প্রতিরোধে মেট্রোপলিটন চেম্বারের সচেতনতামূলক প্রচারণা

5

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ২য় পর্যায়ে সংক্রমন শুরু হওয়ায় জনসাধারণকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলাচালের আহ্বান জানিয়েছে ও বিস্তার রোধে সচেতনতামূলক প্রচারণা করেছেন সিলেট মেট্রোপলিন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নেতৃবৃন্দ।
বুধবার (২৫ নভেম্বর) নেতৃবৃন্দ প্রচারণার অংশ হিসেবে নগরীর আল-হামরা শপিং সেন্টার থেকে শুরু করে মধুবন সুপার মার্কেট, হাসান মার্কেট নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে করোনা ভাইরাস রোধে নো মাস্ক নো সার্ভিস’ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাসের ২য় পর্যায়ের সংক্রমণ শুরু হয়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাস ২য় পর্যায় বিস্তার লাভ করেছে। বাংলাদেশ সরকারের দুরদর্শীমূলক পদক্ষেপ গ্রহণের ফলে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেক কম। করোনা ভাইনাসের ২য় পর্যায়ের সংক্রমণ বিস্তার রোধে সরকার নানামুখী সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন চেম্বার করোনা ভাইরাস বিস্তার রোধে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে।
সিলেট মেট্রোপলিটন চেম্বারের সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেনের নেতৃত্বে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, এসএমসিসিআই এর পরিচালক ও মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক রাজিব ভৌমিক, আল হামরার ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির মেহদী, হাসান মার্কেটের সভাপতি আখতার হোসেন সোহেল, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, সহ সাধারণ সম্পাদক মো. শাহেদ বক্স প্রমুখ। বিজ্ঞপ্তি