কাজীটুলায় গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

30

স্টাফ রিপোর্টার :
নগরীর উত্তর কাজীটুলাস্থ অন্তরঙ্গ-৪/১,২য় তলার একটি কক্ষ থেকে গৃহবধূ সৈয়দা তামান্না আক্তার (১৯)এর লাশ উদ্ধার হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে । নিহত তামান্নার ভাই সৈয়দ আনোয়ার হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।যার নং-৫৮(২৩/১১/২০২০)।
মামলার এজাহারনামীয় আসামীরা হচ্ছে-বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চরহোগলা ( পাতিয়াচর উত্তর ) গ্রামের আবুল কাশেমের পুত্র ও তামান্নার স্বামী আল মামুন (২৮) ,একই গ্রামের আব্দুল মজিদের পুত্র এমরান (৩০) ,এমরানের স্ত্রী পারভীন বেগম (২৫) , মাহবুব সরদার (৩৮) ও তার স্ত্রী বিলকিছ বেগম ( তামান্না ) এবং আব্দুল আলীর স্ত্রী শাহনাজ পারভীন(৪০) । এ ঘটনায় গত সোমবার রাতে কোতোয়ালী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোবহানীঘাট এলাকায় অভিযান চালিয়ে দায়েরকৃত মামলার এজাহারনামীয় ২ নং আসামী নগরীর উত্তর কাজীটুলা অন্তরঙ্গ ৪/১ ,২য় তলার বাসিন্দা এমরানকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার পুলিশ গ্রেফতারকৃত এমরানকে আদালতে সোপর্দ করেছে বলে জানা গেছে।