তাহিরপুরে বর্ডার হাট পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

18
তাহিরপুর বর্ডার হাট পরিদর্শন করছেন ভারতীয় হাই কমিশনার নিরাজ কুমার জসোহাল।

বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
তাহিরপুরে ভারতীয় হাই কমিশনারের বর্ডার হাট পরিদর্শন করেছে। মঙ্গলবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মেঘালয় সীমান্ত সংলগ্ন সাইদাবাদ বর্ডার হাট পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জসোহাল। এ সময় তার সাথে ছিলেন ভারতীয় হাই কমিশনার দ্বিতীয় সচিব টি জি রমেশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাহির উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ,সহকারী কমিশনার ভূমি সৈয়দ আমজাদ হোসেন, অফিসার ইনচার্জ তদন্ত শফিকুল ইসলাম, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পংকজ দে, তাহিরপুর প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান, সাধারণ সম্পাদক আলম সাব্বির, বাদাঘাট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, বিজিবি লাউড়েরগড় ক্যাম্প কমান্ডার আব্দুল রাজ্জাক প্রমুখ।
এ সময় সহকারী কমিশনার উপস্থিত সাংবাদিকদের বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাসেই চালু হবে তাহিরপুর উপজেলার সাইদাবাদ বর্ডার হাট।