শীতের পিঠা

11

জিল্লুর রহমান পাটোয়ারী

শীতের পিঠার দারুন মিঠা,
কে কে খাবে বল-
শরত শীতে পিঠার মজা,
চল মামার দেশে চল।
মামীর হাতের শীতের পিঠার,
কতো যে মজা ভারি –
চল ছুটে যাই এসো সবাই,
আয় না তাড়াতাড়ি।
তালের পিঠা চাউলের পিঠা,
সাথে থাকবে খেজুর গুড় –
দূর মাঠের ঐ রাখাল ছেলের,
বাঁশিতে বাজে মধুর সুর।
শরত শীতের পিঠার গন্ধ আসে,
শীতের বাতাসে যায় ভেসে –
মন আনচান করে পিঠার গন্ধে,
ছুটে যাই মামার দেশে।