আজ লিখেছি প্রথম ছড়া

5

চিত্তরঞ্জন সাহা চিতু

ছড়া আমি আজ লিখেছি বাবা তুমি শুনবে নাকি,
বাবা বলে এখান থেকে যাও পড়ায় তুমি দিচ্ছো ফাকি?
বাবার কথায় সত্যি তখন কষ্টে আমার মনটা ভরে,
নীরব হয়ে চুপি চুপি ফিরে আসি পড়ার ঘরে।

বসে বসে শুধুই ভাবি মায়ের কাছে এবার যাবো,
মা তো আমার শুনবে ছড়া মাকে আমি ঠিক শুনাবো।
সাহস নিয়ে তখন আমি ছুটে গেলাম মায়ের কাছে,
মা, তোমার কাছে আমার একটা আবদার আছে।

কি বলবে বলো তুমি কি আছে সেই আবদার,
আমার লেখা এই ছড়াটি তুমি শুনবে একবার।
মা তো বলে শুনবো নাতো যাও এবার ঘুমাতে যাও,
বৃথায় বৃথায় এসব লিখে আমাদের কেন কষ্ট দাও?

এবার গেলাম দিদির কাছে বুক করে ধরপর
রাগে রাগে দু’গালেতে দিল ভীষণ চড়।
চড়ের ব্যথায় কেঁদে কেঁদে ফিরে আসি ঘরে,
দু’চোখ দিয়ে বাদল ধারায় অশ্রু শুধু ঝরে

ভাবনাগুলো দোল খেয়ে যায় ঘুমিয়ে পড়ি শেষে,
মাথায় তখন হাত বুলালেন রবি ঠাকুর এসে।
কবি বলে এবার তবে শুনাও তোমার ছড়া,
বেশ হয়েছে তোমার লেখা যেন রসে ভরা।

পড়তে হবে অনেক অনেক তবেই হবে লেখা,
ঘুমাও খোকা এবার যাবো আবার হবে দেখা।
চলে গেলেন কবি গুরু ভাঙলো আমার ঘুম,
তখন দেখি মা তো আমার দিচ্ছে গালে চুম ।