জাতীয় সমবায় দিবস আজ

22

কাজিরবাজার ডেস্ক :
আজ ৪৯তম জাতীয় সমবায় দিবস। করোনা পরিস্থিতির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে সারাদেশে দিবসটি পালিত হবে। মূল অনুষ্ঠানটি হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ভার্চুয়াল আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছে বাংলাদেশ পুলিশের সমিতি ‘পলওয়েল’।
পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক আইজি মোঃ সোহেল রানা এমন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হচ্ছে। এবার ‘জাতীয় সমবায় পুরস্কার-২০১৯’ এর জন্য মনোনিত হয়েছে পুলিশের সমিতি ‘পলওয়েল’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (পলওয়েল) ‘কর্মকর্তা-কর্মচারী, পরিবহন শ্রমিক’ সমবায় শ্রেণীতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে এ পুরস্কার পাচ্ছে। পলওয়েল পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য কল্যাণধর্মী একটি সমবায় প্রতিষ্ঠান। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলওয়েলের চেয়ারম্যান পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের হাতে পুরস্কার হিসেবে স্বর্ণপদক এবং সম্মাননাপত্র প্রদান করবেন।