খাস ভূমির মালিকানা নিয়ে ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

119

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে খাস ভূমির মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের ঝামক গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, খাস ভূমির মালিকানা নিয়ে ঝামক গ্রামের মৃত হেকিম উল্লার পুত্র জবর আলী এবং একই গ্রামের মৃত মনোহর আলীর পুত্র রইছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে পক্ষে-বিপক্ষে মামলাও আদালতে বিচারাধীন রয়েছে। শুক্রবার সকালে বিরোধকৃত ভূমিতে রইছ আলী পক্ষের তাহিদুল ইসলাম সবজী বাগান করার লক্ষ্যে কাজ করছিল। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন এসে এতে বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত রইছ আলী (৫১), সুজন মিয়া (৩৫) ও সিজিল মিয়া (৩০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জামাল মিয়া (৩০), সুজেল আহমদ (২৮), রুস্তুম আলী (২৭), তাহিদুল ইসলাম (৪০), পাবেল মিয়া (২২), বাতির আলী (৩২)সহ আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পরিস্থিতি শান্ত রয়েছে।