চিকিৎসকের ঘর থেকে কিশোরী গৃহপরিচারিকার লাশ উদ্ধার

16

স্টাফ রিপোর্টার :
নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ডাক্তার জামিলা খাতুনের বাসা থেকে কিশোরী গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল শনিবার দুপুর ১টার দিকে আখালিয়া সুরমা আবাসিক এলাকার ৪নং গলির ৪৩ নং বাসা থেকে পুলিশ ওই কিশোরী গৃহপরিচারিকার লাশ উদ্ধার করে। নিহত কিশোরী জান্নাত আক্তার লিনা (১৪) কোম্পানীগঞ্জ উপজেলার বতুমারা গ্রামের আবদুল মালিকের কন্যা।
লিনার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। তবে ডাক্তার জামিলা বলছেন, এটি আত্মহত্যা।
জানা গেছে, ডাক্তার জামিলা খাতুনের বাসায় থাকতো জান্নাত আক্তার লিনা। প্রায় ৮ বছর ধরে সে ডাক্তার জামিলার বাসায় থেকে পড়ালেখার পাশাপাশি গৃহপরিচারিকা হিসেবে কাজ করতো। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ডাক্তার জামিলা খাতুন বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর সকাল সাড়ে ১০টায় তার মেডিকেল পড়ুয়া মেয়ে তাকে ফোন করে বলেন, লিনা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে ঘরের আরও কাজের লোক ও ডা. জামিলার মেয়ে মিলে লিনার দেহ নিচে নামান। বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে ডাক্তার জামিলা পুলিশকে খবর দেন এবং তিনিও বাসায় চলে আসেন। পরে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে গৃহপরিচারিকা জান্নাত আক্তার লিনার লাশ উদ্ধার করে।