সিলেটের দায়রা জজ আদালতে স্থানীয়দের নিয়োগের দাবিতে ৪ নভেম্বর প্রতিবাদ সভা

15
সিলেটের দায়রা জজ আদালতে স্থানীয়দের নিয়োগের দাবিতে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক এম শফিকুর রহমান।

সিলেটের বিভিন্ন অফিস-আদালতে শতভাগ সিলেটি স্থানীয় শিক্ষিত বাসিন্দাদের যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকুরীতে নিয়োগের দাবিতে সিলেটের আঞ্চলিক সমমাননা সংগঠকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৮ অক্টোবর বুধবার বিকাল ৪টায় নগরীর পুরালেনস্থ ৫৩নং সমবায় ভবনে সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ¦ অধ্যাপক এম শফিকুর রহমান।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, সিলেট দায়রা জজ শীপে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সিলেট জেলার স্থায়ী বাসিন্দারদের মধ্য থেকে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে হবে। নেতৃবৃন্দ বলেন, সিলেটবাসীর অগণিত স্থায়ী বাসিন্দা সুশিক্ষিত যোগ্য নাগরিক এবং চাকুরীর উপযোগ্যতা সত্ত্বেও সিলেট বিদ্বেষী একটি মহলের আচরণের কারণে চাকুরী প্রার্থী সিলেটিদের অযোগ্য করে চাকুরী থেকে কৌশলে বঞ্চিত করা হচ্ছে। সভায় সর্বসম্মতিক্রমে সিলেট স্থানীয় বিভিন্ন স্তরের আঞ্চলিক সিলেটি সংগঠকদের সমন্বয়ে মতবিনিময় সভার প্রস্তাবে আগামী ৪ নভেম্বর বুধবার বেলা ১টায় কোর্ট পয়েন্টে সিলেটবাসীর ন্যায্য বিভিন্ন দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে এক প্রতিবাদ সভা আহবান করা হয়েছে। এ লক্ষ্যে সভায় একটি সমন্বয় কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান সমন্বয়ক হলেন সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ¦ অধ্যাপক এম শফিকুর রহমান, যুগ্ম সমন্বয়ক হলেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর ও সদস্য সচিব দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। এছাড়াও অন্যান্য সহযোগি সকল সংগঠনের নেতৃবৃন্দ সমন্বয় কমিটিতে পদাধিকার বলে সদস্য হিসেবে গণ্য করতে সভায় প্রস্তাব রাখা হয়।
সভায় বক্তব্য দেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সিলেট বিভাগ গণদাবী ফোরাম সিলেট জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু, জাগো সিলেট আন্দোলনের জেলা সভাপতি আলাউদ্দিন আলো, সিলেট বিভাগ গণদাবী পরিষদ মহানগর শাখার সভাপতি এম.এ হান্নান, সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, নির্বাহী সদস্য কয়েছ আহমদ সাগর, আমরা সিলেটি সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নিয়াজ খান, মিজানুর রহমান, সুহেল আহমদ, সেলিম আহমদ সেলিম, গণদাবীর সদস্য মঈনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি