ফরিদপুরে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান যুব ফ্রন্টের মানববন্ধন

2

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কুন্ডুরামদিয়া গ্রামের কর্মকর বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরের পূজা মন্ডপের প্রতিমা ভাংচুরের প্রতিবাদে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান যুব কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান যুব কল্যাণ ফ্রন্টের জেলা শাখার সাধারণ সম্পাদক কৃষ্ণ ঘোষের সভাপতিত্বে ও নির্ঝয় রায়ের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিপুল দাস, মনজ দে, নয়ন কুমার দাস, বিশ্বজিৎ দেব, মনজ দে, নয়ন রায়, নিরুপম দাস, সজিব দর, অর্গ চৌধুরী, নয়ন চৌধুরী অভি, রাজিব দাস, সুমন রায়, পার্ত বাহাদুর, বাপ্পি রায়, এ সময় আর উপস্থিত ছিলেন লকাল ভয়েজের নেতৃবৃন্দ কামরান হোসেন হেলাল, কামরুল হাসান, মিজানুর রহমান পাবেল, ফয়সল আহমেদ, মখবুল আহমেদ, তাহসিন মেহেদী পিন্স, হাসান মহিন উদ্দিন আহমদ মইনুল, জুনেদ আহমদ রাফি, তাহসান হৃদয় ভূঁইয়া, খালিক নুর, লিটন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি