জগন্নাথপুরে শিরিন সেন্টার এর জায়গার মালিকানা নিয়ে থানায় অভিযোগ

14

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর বাজারের পাশে অবস্থিত শিরিন কমিউনিটি সেন্টার এর জায়গার মালিকানা নিয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ২৫ অক্টোবর রবিবার নজিপুর গ্রামের মৃত মারফত আলীর ছেলে আফিজ উদ্দিন বাদী হয়ে তার চাচাতো ভাই প্রয়াত যুক্তরাজ্য প্রবাসী সাজ্জাদুর রহমান সফিকের স্ত্রী শিরিনা বেগমকে বিবাদী করে অভিযোগ দায়ের করেন।
মৌজা মিরপুর জেএল নং এসএ ১০০ ও আরএস ৯৯, খতিয়ান ৩৮১, আরএস দাগ নং ৫২৫ এ ৪ শতক সাবেক আমন বর্তমানে ভিট। ৩৮২ খতিয়ানে দাগ নং ৫২৮ এ ১০ শতক। ৩৩১ খতিয়ানে দাগ নং ৫২৪ এ আরো ১৩ শতক। এর মধ্যে সেন্টার এর সামনে থাকা ১৩ শতক জায়গার রেকর্ডিয় মালিক আফিজ উদ্দিন গং। সেন্টার ভেতরে ও বাইরে থাকা আরো ১৪ শতক জায়গার মালিক যুক্তরাজ্য প্রবাসী নুরজাহান বেগম, প্রয়াত সাজ্জাদুর রহমান সফিক, নুর নেহার বেগম, তৈয়বুর রহমান ও ছনোয়ারা বেগম। এর মধ্যে প্রয়াত সাজ্জাদুর রহমান সফিকের অংশের মালিকানা দাবি করে সেন্টার এর দ্বিতীয় তলায় বসবাস করছেন সাজ্জাদুর রহমান সফিকের স্ত্রী শিরিনা বেগম। তবে যৌথ মালিকানা সম্পত্তি ভাগ-বাটোয়ারা না হলেও একাই পুরো সেন্টারটি সাহাব আলীর কাছে বিক্রি করার উদ্দেশ্যে বায়নাপত্র করেন শিরিনা বেগম। এতে প্রতিবাদী হয়ে উঠেন প্রয়াত সাজ্জাদুর রহমান সফিকের প্রবাসী ভাই-বোন ও চাচাতো ভাই। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। শিরিনা বেগম উক্ত জায়গা বিক্রি করে অন্যকে দখল দিতে গেলে বাধা আপত্তি দিতে পারেন আফিজ উদ্দিন গং। এতে ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।