প্রশিক্ষণ ব্যক্তি জীবনকে আলোকিত করে দেশকে করে সমৃদ্ধ – উপ সচিব মোহাম্মদ শাহিন

6

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ শাহিন বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণলব্দ জ্ঞান ব্যক্তি জীবনকে করে আলোকিত, দেশকে করে সমৃদ্ধশালী। তাই শুধু বৈদেশিক মুদ্রা নয়, বরং দেশের অর্থনীতির চাকাতে শক্তিশালী করতে বেকার জনগোষ্ঠিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। বিদেশ গমনে কোন দালাল নয়, সরকার নির্দেশিত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে বিদেশমুখী হতে হবে।
তিনি ২৪ অক্টোবর শনিবার দুপুরে সিলেট নগরীর আলমপুরস্থ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন টিটিসি’র চীফ ইন্সট্রাক্টর শিরিন আক্তার, শামীমা আক্তার, মোজাফ্ফর হোসেন।
এ সময় প্রশিক্ষণ কেন্দ্রের সকল প্রশিক্ষক সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ শাহিনকে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। বিজ্ঞপ্তি