দ্রব্যমূল্যে মরণফাঁদ

4

মুুহাম্মদ আলী আশরাফ

চৌদ্দ টাকার আলুর কেজি আজকে পঞ্চাশ টাকা
হয়ে যাচ্ছে আলু কিনে পকেট আমার ফাঁকা
লাউয়ের দামও গেল বেড়ে
নিচ্ছে যেনো অর্থ কেড়ে
ভাবতে গেলেই যায় যে থেমে জীবন নামের চাকা।
চৌদ্দ টাকার আলুর কেজি আজকে পঞ্চাশ টাকা।

চালের মূল্য আকাশ ছোঁয়া কী যে আমি করি!
কাচা মরিচ আরও বেশি ধরতে গেলেই ডরি
তিনশ টাকা আয়ের যারা
কেমন করে বাঁচবে তারা
সরল পথটি তাদের জন্য হয়ে গেছে বাঁকা।
চৌদ্দ টাকার আলুর কেজি আজকে পঞ্চাশ টাকা।

সাতসকালে কিনতে গেলে ছোট ছয়টি ডাটা
আমার মনে হয় যে তখন যাচ্ছে মাথা কাটা
মূল্য ডাটার এমনই ধার
বলতে আমি পারছি না আর
গাঁওগেরামও হয় যে মনে রাজধানী আজ ঢাকা।
চৌদ্দ টাকার আলুর কেজি আজকে পঞ্চাশ টাকা।