রাস্তা পারাপার

11

জোবায়ের জুবেল

এদিক ওদিক তাকাও
হাতটা ধরো বাবার,
নিরাপদে সবাই
হও রাস্তা পারাপার।

সামনে যদি দেখ
বড় ছোট গাড়ি,
হাতের ঈশারাতে
জানাও তারে আড়ি।

লাল বাতিটা জ্বললে
থেমে তুমি যাবে,
সবুজ বাতি জ্বললে
হাটা শুরু করবে।

কোথাও আবার দেখবে
ওভার ব্রীজ দেয়া,
রাস্তামুখী তখন
যাবে না হওয়া।